ঠান্ডা রক্তের প্রাণী
প্রাণীদের বিভিন্নভাবে শ্রেণিবিন্যাস করা যায়—যেমন প্রজাতি, পরিবার, কোন অঞ্চলে তারা থাকে, কী খায়, বা কোথায় বসবাস করে এসব ভিত্তিতে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পদ্ধতির ওপর ভিত্তি করে। এই দৃষ্টিকোণ থেকে প্রাণীরা মূলত দুই ভাগে বিভক্ত—ঠান্ডা রক্তের (cold-blooded) এবং গরম রক্তের (warm-blooded) প্রাণী। কিন্তু “ঠান্ডা রক্তের” বলতে আসলে কী বোঝায়?